খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত খুলনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন খুলনা থানা এলাকার মেহেদী হাসান জিতু (২০) ও শেলীনা খাতুন (৩৮)।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।