খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা-পুলিশের অভিযানে ৮৫টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) কেএমপি জানায়, খালিশপুর থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন শরিফুল ইসলাম হৃদয় (২১), মো. সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ (২৬) ও মো. জাবেদ (২৮)।
আসামিদের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।