খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে মাদকসহ চার কারবারি গ্রেপ্তার হয়েছেন।
মহানগরীর সোনাডাঙ্গা ও খুলনা থানা এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওই চারজন হলেন সোনাডাঙ্গা মডেল থানার বয়রা পূজাখোলা শ্মশানঘাট এলাকার দ্বীন ইসলাম সরদার (২৫), খুলনার বাইতিপাড়ার স্যার ইকবাল রোডের সুকান্ত বণিক (৪৩), একই থানার মিউনিসিপ্যাল ট্যাংক রোড এলাকার আব্দুল্লাহ আল-মামুন ওরফে ইমন (৪২) ও মহানগরীর টুটপাড়া মেইন রোড এলাকার শ্রাবণী কবির (৩৪)।
মাদক কারবারিদের কাছ থেকে ২২০টি ইয়াবা বড়ি, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।