খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) গত ২৪ ঘণ্টায় (২৮ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
অভিযানে খুলনা ও হরিণটানা এলাকা থেকে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানানো হয়।
পোস্টে বলা হয়, গ্রেপ্তার তিন মাদক কারবারি হলেন মো. লিটন হোসেন (৩০), তিনি সাতক্ষীরার কুশখালী গ্রামের বাসিন্দা। মো. পারভেজ (৩২), তাঁর বাড়ি খুলনার টিবি ক্রস রোডে। মো. রবিউল ইসলাম (২৫), তাঁর বাড়ি খুলনার ট্যাংক রোডে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাদক কারবারিদের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।