খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১৫৭টি ইয়াবা বড়ি, ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার রিপন শেখ (৩৩), খুলনা থানার ছোট মির্জাপুর এলাকার শফিকুল গাজী (৩২) ও জেলার ডুমুরিয়ার উলা এলাকার রসুল ফকির (২২)।
ওই তিনজনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে।