খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ২২৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
কেএমপির ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার তিনজন হলেন টুটপাড়ার রূপসা স্ট্যান্ড রোডের জাকির হোসেন (৩০), রূপসা থানার নন্দনপুর খালপাড়ের রোজিনা আক্তার ওরফে সীমা (৩০) ও দৌলতপুরের রেলগেট হেলালের বাগান এলাকার আলম হাওলাদার (৫৯)।
গ্রেপ্তার তিনজনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে।