খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১৫টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও দৌলতপুর থানা এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
ওই দুজন হলেন খুলনা সদরের কাশেমনগর ৩ নম্বর গলি এলাকার আলী আজগর (৩০) ও দৌলতপুর থানার শীতলাতলা এলাকার আইডিয়াল স্কুলের পাশের মাসুম শেখ (২১)।
ওই কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।