খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা থানার সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ সময় দুটি ম্যাগাজিন ও একটি গুলির খোসা জব্দ করা হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে খুলনা থানাধীন পশ্চিম টুটপাড়া মওলার বাড়ি মোড় এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. নাহিদ হাসান সরদারের (২৪) বাড়ি খুলনা থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায়।
খুলনা থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আসামি জানান, হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. নুর আজিম (৩২) কয়েক দিন আগে এই পিস্তল ও ম্যাগাজিন তাঁর কাছে রেখে যান।