খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে শুক্রবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. সুজন হাসান (২৫), তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ থানার গুয়াবাড়িয়া কালিকাবাড়ী এলাকার বাসিন্দা। বর্তমানে সিলেটের লবণচরা থানার নিজখামার সরকারি প্রাইমারি স্কুলের পেছনে বাস করেন।
মো. আমিনুল ইসলাম মিন্টু (৪০), তিনি খুলনার রূপসা থানার মৈশাঘুন্নি এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় মাদক কারবারিদের কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি ও ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মাদক কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা হয়েছে।