খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৫০টি ইয়াবা বড়ি, ১০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ মে) কেএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরের খালিশপুর ও লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. সোহাগ মোল্লা (২৬), মো. ইসরাফিল গাজী (২৫), কালাম শেখ (৫৬) ও মো. শহিদুল খাঁ (৫২)।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।