খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৫৫টি ইয়াবা বড়ি, ২০০ গ্রাম গাঁজাসহ পাঁচ কারবারি গ্রেপ্তার হয়েছেন।
মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন সোনাডাঙ্গা মডেল থানার গল্লামারীর সোহেল ফকির (৩৫), দারুস সালাম মহল্লার সোহেল হাওলাদার (৩৬), লবণচরা থানার হরিণটানা রিয়াবাজারের জিয়াউর রহমান (৩০), খুলনা থানার চাঁনমারী মাস্টারপাড়ার মো. সুমন (২৪) এবং হরিণটানার কৈয়াবাজার ঘোলা কেরামতের ভিটার মোজাম্মেল হোসেন (৩২)।
মাদক কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা হয়েছে।