খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৩২৫টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও লবণচরা থানা এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওই তিনজন হলেন বরিশালের কাউনিয়া থানার নতুন বাজার লাকুটিয়া সড়ক খালপাড় এলাকার শাওন গাজী ওরফে সাজন (২৫), একই থানার লাকুটিয়া সড়ক বিসিক শিল্পনগরী এলাকার সোহেল হাওলাদার (৩২) এবং খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকার হাজী তমিজউদ্দিন সড়ক এলাকার জসিম শিকদার (২২)।
গ্রেপ্তার তিনজনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।