পুলিশি হেফাজতে চার আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল, ১০০টি ইয়াবা বড়িসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ মার্চ) কেএমপি জানায়, নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. তারিকুল ইসলাম অভি (৩১), মো. আছাদুল ইসলাম (২৫), মো. সজল শেখ (২০) ও মো. রুহুল আমিন (২৪)।

তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে