খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেএমপি সদরদপ্তরের সম্মেলনকক্ষে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মাসুদুর রহামান ভূঞা।
অপরাধ পর্যালোচনা সভার শুরুতে কেএমপির কমিশনার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার ও শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্টকে নগদ অর্থ পুরস্কার দেন।
ওই সভায় কেএমপির কমিশনার উপস্থিত কর্মকর্তাদের মুলতবি মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল হার বাড়ানো এবং মাদকদ্রব্য উদ্ধারসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিজেদের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।