খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।
এ সময় জঙ্গি ও সন্ত্রাস, মাদক, মানবপাচার, চাঁদাবাজি, হত্যা, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন মামলা নিবিড়ভাবে তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন কেএমপি কমিশনার।
সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুজন পুলিশ পরিদর্শক; ৩৭ জন এসআই; ১৩ জন এএসআই; একজন নায়েক; স্টোনো পদমর্যাদার দুজন; ১৬ জন কনস্টেবল ও একজন অফিস সহকারীসহ মোট ৭২ জনকে নগদ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।