খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বয়রাস্থ পুলিশ লাইনস পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে খুলনার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির পালন করা হয়।
কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে বুধবার এই তথ্য জানানো হয়।
কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওই সময় আরও উপস্থিত ছিলেন— কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।