পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) এবাদ আলী।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটে কেএমপি হেডকোয়ার্টার্সে নিজ কার্যালয়ে এবাদকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন কমিশনার মাসুদুর রহমান ভূঞা।
ওই সময় কেএমপির পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
ব্যাজ পরানোর সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম, ডেপুটি কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডেপুটি কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এবং ডেপুটি কমিশনার (ইঅ্যান্ডডি) কামরুল ইসলাম।