কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।

জন্মাষ্টমীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হলো :

১। জন্মাষ্টমী উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন বা স্বার্থন্বেষী কোনো গোষ্ঠী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটাতে পারে, সে জন্য প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা এবং যেসব মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে তার তালিকা ডেপুটি পুলিশ কমিশনারের (অপারেশন) কাছে পাঠাতে হবে।

৩। পূজা উদযাপন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করবে এবং তাঁদের সহজেই শনাক্তকরণে একই ধরনের পোশাকের ব্যবস্থা করবে।

৪। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ মোতায়েন করা হবে এবং নারী দর্শনার্থীদের নিরাপত্তার সুবিধার্থে নারী পুলিশ মোতায়ন করা হবে।

৫। প্রত্যেক পূজা মন্দিরে নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করতে হবে।

৬। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকতে হবে।

৭। অনুষ্ঠানস্থলে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে।

৮। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ করা থেকে বিরত রাখতে হবে।

৯। জন্মাষ্টমীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিমূলক বা উস্কানিমূলক পোস্ট কিংবা ছবি আপলোড করা থেকে বিরত থাকতে হবে।

কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির এক নেতা। ছবি : বাংলাদেশ পুলিশ

সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস) মেরিনা আক্তার; খালিশপুর পূজা উদযাপন কমিটির সভাপতি রজত কান্তি দাস; খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার; মহানগর পূজা কমিটির মাধব চন্দ্র রুদ্র; সোনাডাঙ্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার; পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি চাঁদ ঢালী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অশোক কুমার সেন উপস্থিত ছিলেন।