খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), শুদ্ধাচার ও নৈতিকতা, সিটিজেন চার্টার পরিবীক্ষণ, দুর্নীতি প্রতিরোধ প্রশিক্ষণ কর্মশালা, ই-গর্ভন্যান্স উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়ন এবং তথ্য অধিকার বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে রোববার দুপুরে অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর) সোনালী সেন পিপিএম-সেবাসহ অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।