খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও খুলনা বিপিডব্লিউএনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কেএমপির বয়রাস্থ পুলিশ লাইনসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা।
কেএমপিতে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এবার নারী দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন।’
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) সোনালী সেন, পিপিএম-সেবাসহ কেএমপি এবং বিপিডব্লিউএন, খুলনার বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স।