বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে রাজধানীর রমনায় পুনাক ভবনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় পুনাক সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, পুনাকের সহসভানেত্রী সায়লা ফারজানা ও সাধারণ সম্পাদিকা নাসিম আমিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
ওই সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতা, কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মেধাবী সন্তানদের উদ্দেশে জাকিয়া সুলতানা বলেন, ‘দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তোমাদের দেশপ্রেম থাকতে হবে।’
তিনি বলেন, ‘জাতির কল্যাণে, দেশের কল্যাণে কীভাবে কাজ করা যায়, সেভাবে নিজেকে তৈরি করতে হবে।’
পুনাক সভানেত্রী বলেন, ‘একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব শুধু ভালো ফল করে একটা ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং ওই শিক্ষার্থী যদি সমাজের সকল ক্ষেত্রে তার মেধার পরিচয় দেয়, তবে সমাজ যেমন উপকৃত হবে, তার জীবনও হবে সার্থক।’
তিনি বলেন, ‘দেশের নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সম্মানজনক স্থান নেওয়া মেধাবী পুলিশ পরিবারের সন্তানদের সম্মানার্থে এ মেধাবৃত্তি অনুষ্ঠান আয়োজন করতে পেরে পুনাক আনন্দিত। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পিতা-মাতার সাথে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করলাম।’
অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের কনস্টেবল এবং নন-পুলিশ সদস্যদের ২৭ জন সন্তানকে মেধা বৃত্তি দেওয়া হয়।