সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার পুলিশ তাদের উদ্ধার করা এক শিশুর অভিভাবকের সন্ধান চাইছে।
গতকাল রোববার বিকেল আনুমানিক সোয়া ৫টার সময় জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ থেকে ফোন পেয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদের দিকনির্দেশনায় এএসআই ইলিয়াছুর রহমান বন্দরবাজার এলাকা থেকে ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে নিজ হেফাজতে নেন।
এ সময় উদ্ধার করা শিশুকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে তার নাম উর্মি, বাবার নাম আলী হোসেন, মায়ের নাম রুনা বেগম বলে জানালেও বাড়ির ঠিকানা বলতে পারেনি ।
উদ্ধার করা শিশুকে কেউ চিনে থাকলে কিংবা তার প্রকৃত পরিচয় জানা থাকলে কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেটে (ডিউটি অফিসার, মোবাইল নম্বর-০১৩২০-০৬৭৫৭৩) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।