কুড়িগ্রামের বিভিন্ন থানা এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
বিশেষ অভিযানের মাধ্যমে ওই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, অভিযানে কুড়িগ্রাম সদরে দুই, উলিপুরে এক, নাগেশ্বরীতে এক ও ফুলবাড়ীতে একজন জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ফুলবাড়ী থেকে এক ও রৌমারী থেকে একজন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
এর বাইরে নিয়মিত মামলায় ছয়, আগের মামলায় চার এবং ১৫১ ধারায় তিনজনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।