কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ফুলবাড়ী থানার খালিশা কোটাল এলাকায় ৩০ মার্চ দুপুরে ওই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. লুৎফর রহমান (৩২)। তাঁর কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, ফুলবাড়ী থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ বেলা আড়াইটার দিকে থানার খালিশা কোটাল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ লুৎফরকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।