কুড়িগ্রামে জেলা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ফুলবাড়ী থানা এলাকা থেকে ৮ মে (রোববার) রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. নুর আলম (৩০)।
জেলা পুলিশ জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৮ মে রাত ৯টার দিকে ফুলবাড়ী থানার শ্যামপুর (নামটারী) গ্রামে অভিযান চালিয়ে নুর আলমকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।