কুড়িগ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। রৌমারী থানা এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
জেলা পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রৌমারী থানা-পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ঢাকাগামী একটি বাস থেকে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
এ সময় উদ্ধার করা মদের মালিক মো. বাবলু মিয়া (১৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। পরে বাবলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।