কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছে। ফুলবাড়ী থানার পানি মাছকুটি এলাকায় ১২ এপ্রিল (মঙ্গলবার) ওই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. লিটন মিয়া (৩৫)। তিনি সাতটি মাদক মামলার আসামি। তাঁর কাছ থেকে ১০ বোতল ইস্কাফ মাদক ও আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, ফুলবাড়ী থানা-পুলিশের একটি দল ফুলবাড়ী থানার পানি মাছকুটি এলাকায় ১২ এপ্রিল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ লিটনকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।