কুড়িগ্রামের রৌমারী থানা-পুলিশ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমান আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
গ্রেপ্তার দুই আসামির নাম মো. রনি ও মো. মমিনুল ইসলাম।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে রৌমারীর বাঞ্ছারচর গ্রাম থেকে রনি ও মমিনুলকে ইয়াবা সেবনের সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাতদিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন।