কুড়িগ্রামে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন থানা এলাকায় ২০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২১ অক্টোবর (শুক্রবার) পর্যেন্ত এসব অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সদর থানা এলাকা থেকে তিনজন, রাজারহাট এলাকা থেকে একজন, উলিপুর থানা এলাকা থেকে একজন, নাগেশ্বরী থানা এলাকা থেকে একজন, ফুলবাড়ী থানা এলাকা থেকে একজন, চিলমারী থানা এলাকা থেকে চারজন, রাজিবপুর থানা এলাকা থেকে একজন ও রৌমারী থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সাজা সিআর পরোয়ানাভুক্ত একজনকে, নিয়মিত মামলার তিন আসামি, আগের মামলার এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।