কুড়িগ্রামে জেলা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রাজিবপুর থানা-পুলিশ ৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার আসামির নাম মোসাম্মৎ মায়া রানী (৩২)। তাঁর কাছ থেকে ১৯৩টি ইয়াবা জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানা-পুলিশের একটি দল ৭ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে থানার কাছারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৩টি ইয়াবাসহ মায়াকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি শেরপুর জেলায়। তাঁর বিরুদ্ধে শেরপুর সদর ও নালিতাবাড়ী থানায় দুটি মাদক মামলাসহ তিনটি মামলা এবং দিনাজপুরের হাকিমপুর থানায় একটি মাদক মামলা রয়েছে। নতুন করে গ্রেপ্তারের ঘটনায় রাজিবপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।