কুড়িগ্রামে পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৭ বোতল এস্কাফসহ (মাদকদ্রব্য) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রামের ফুলবাড়ী থানা এলাকা থেকে ১৪ মে (শনিবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. নুর ইসলাম (৩৬)।
জেলা পুলিশ জানায়, ফুলবাড়ী থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মে রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী থানার বড়ভিটা ইউনিয়নের চড় বড়লই হাজীটারী গ্রামে অভিযান চালিয়ে ৯৭ বোতল এস্কাফ সিরাপসহ নুর ইসলামকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।