কুড়িগ্রামে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।
জেলার পুলিশ সুপার ও পুনাকের সভানেত্রী সৈয়দা জান্নাত আরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ।
কুড়িগ্রাম জেলা পুলিশের ফেসবুক আইডি দেওয়া পোস্টে মঙ্গলবার (১৭) এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোস্তাকিম এসপিপি, পিএসসি,জি, অধিনায়ক, ২২ বিজিবি; কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলীসহ কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজীউল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শহিদুল্লাহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।