কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধারসহ রংপুর বিভাগীয় চোরাই অটো ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের ২ হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফরিদ হোসেন (৪৬) ও ইন্দ্রজিৎ দাস (৪৪)। ফরিদ উদ্দিন উলিপুর উপজেরার হোকডাঙ্গা কুমারপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। এবং ইন্দ্রজিৎ দাস রংপুর সিটির কামারপাড়া শিবমন্দির-সংলগ্ন এলাকার বাবলু দাসের ছেলে।
জানা গেছে, কুড়িগ্রাম সদর থানার এসআই জিয়াউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় চোরাই অটো ক্রয় বিক্রয়কারী ইন্দ্রজিৎকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যমতে রংপুর শহরে বিশেষ অভিযান চালিয়ে সাতমাথা এলাকা থেকে চুরি যাওয়া অটোটি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, অটো চোর চক্রের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলার লোক জড়িত। আসামিদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।