মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা-পুলিশের বিশেষ অভিযানে সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ জানুয়ারি) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়ের নির্দেশনায় একটি দল ১২ নম্বর পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে বিশেষ অভিযান চালায়।
অভিযানে সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার তাস ও ১০ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদ মীর (২৫), সালাম মিয়া (২৫), শহীদ আলী (৩৫), দুলাল মিয়া (৩২), আপ্তাব আলী (৩৫), শাহিন মিয়া ওরফে বলাই (৩৪)। তাঁরা সবাই কানাইটিকর গ্রামের বাসিন্দা। এ ছাড়া জায়েদ আহমদ শিবলু (২২); তিনি মনরাজ গ্রামের বাসিন্দা।
কুলাউড়া থানার ওসি ৭ জুয়াড়িকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।