মৌলভীবাজারের কুলাউড়া থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্স নিয়ে পরোয়ানাভুক্ত আসামি ফয়সাল আহমদকে গ্রেপ্তার করেন। ফয়সাল কুলাউড়া উপজেলার কৌলা গ্রামের তছির আলীর ছেলে।
কুলাউড়া থানার আরেকটি অভিযানে এসআই পরিমল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে পরোয়ানাভুক্ত আসামি প্রেম লাল কেউটকে গ্রেপ্তার করে। প্রেম লাল কুলাউড়া থানার হিংগাজিয়া চা-বাগান এলাকার রূপ নারায়ণ কেউটের ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, কুলাউড়া থানা-পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।