ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের কুলাউড়া থানা-পুলিশ। জব্দ করা হয়েছে একটি খেলনা পিস্তল, মোবাইল ফোন ও মোটরসাইকেল।
গত শুক্রবার (৩ মে) রাতে কুলাউড়া পৌরসভার শিবির রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন কুলাউড়া পৌরসভার হৃদয় আহমদ বাহার (৩০), মৌলভীবাজার সদর থানা এলাকার মো. আল আমিন (৩৭) এবং কমলগঞ্জ থানা এলাকার মো. সাজু মিয়া (৩৫)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।