মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারে পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকা থেকে ৩১ মার্চ (শুক্রবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম পারভেজ আহমদ (২৫)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানা-পুলিশের একটি দল ৩১ মার্চ রাতে কুলাউড়া থানার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকার চেয়ারম্যান বাগানের সামনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পারভেজকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।