কুয়াকাটার সৈকতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে পর্যটক স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ের হলরুমে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, কিটকটের সভাপতি বেল্লাল খলিফা, ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু, সি ফুড ব্যবসায়ী আল আমিন, ফাইবার বোর্ড সভাপতি জনি আলমগীরসহ ক্যামেরাম্যান ও বিভিন্ন পেশাজীবী স্টেকহোল্ডারগণ।
প্রধান অতিথি সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীদের কাছে বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন। আইনশৃঙ্খলা মেনে চলার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।