কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশের অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গত মঙ্গলবার (২৫ জুলাই) সদর দক্ষিণ ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আলাউদ্দিন (৩২), মো. ফারুক মজুমদার (৪২) ও জাফর হোসেন (৩০)। তাঁদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায়।
পুলিশ জানায়, ১৭ জুলাই স্বজনদের নিয়ে কোটবাড়ি যাওয়ার উদ্দেশ্যে পদুয়ারবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়েন ভুক্তভোগী মো. সুমন (৩২)। একপর্যায়ে অটোরিকশার চালকের সহায়তায় আসামিরা তাঁর কাছ থেকে ১ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।