রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ৩ হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।
ডিএমপি জানায়, মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে রমনা মডেল থানাধীন মগবাজার চৌরাস্তা থেকে মো. ইয়ামিন ও মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, মগবাজার চৌরাস্তার একটি রেস্তোরাঁর সামনে ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে দুই মাদক কারবারি, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর সময় ফেনসিডিলসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
আসামিদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।