কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে।

১৩ নভেম্বর রাত একটার দিকে জেলা ডিবির একটি টিম কুমিল্লা জেলার সব থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুরাদনগর থানাধীন এলাকায় একটি পিকআপ গাড়িতে গাঁজা বহন করা হচ্ছে।

এ খবরের ভিত্তিতে ডিবির টিম মুরাদনগর থানাধীন পূর্ব নগরপাড় গোকুলনগরগামী রাস্তার পশ্চিম পাশে দুলাল মিয়ার মাঠে একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন নীল রঙের পিকআপ গাড়ি পার্ক করা অবস্থায় দেখে। ওই গাড়ির কাছে থাকা চালকসহ ২-৩ জন ডিবি পুলিশ হিসেবে চিনতে পেরে এদিক-সেদিক ছোটাছুটি করে পালিয়ে যান। পরে আশপাশ থেকে আসা উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় পলাতক আসামিদের পার্ক করা পিকআপটি তল্লাশি করে গাড়ির পেছনের বডিতে বিশেষ কায়দায় তৈরি সেটিং বক্সের ভেতরে লুকানো অবস্থায় স্কচ টেপ দিয়ে মোড়ানো ছোট-বড় মোট ১৭টি পোঁটলায় মোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করে।

গাঁজা পরিবহনে পিকআপ গাড়িটিও জব্দ করা হয়।

এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।