কুমিল্লা জেলা পুলিশের পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) মেঘনা ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জাকির (৩২), মো. মমতাজ মুন্তাজ (২৩) ও মো. সাব্বির হোসেন (২৪)।
পুলিশ জানায়, মেঘনা থানাধীন রামনগর ছয়ানী মোড় থেকে ৮ কেজি গাঁজা এবং কোতোয়ালি থানাধীন নিশ্চিন্তপুর থেকে ১০ কেজি গাঁজাসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।