কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) জেলা পুলিশ জানায়, চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে আসামি নাহিদ মুন্সি (১৯) ও শরিফুল শেখকে (২০) গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।