কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার কাচিসাইর থেকে বাগুরগামী রাস্তার পাশে মোবাইল টাওয়ারের নিচ থেকে বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মনির হোসেন ওরফে মুন্না (২৮) ও আবু হানিফ (৪২)। তাঁদের কাছ থেকে দুটি কোড়াবারি, একটি শাবল, একটি বড় ছুরি, একটি হাঁসুয়া, একটি ছোট ছুরি, একটি কাঠের লাঠি, একটি হাতুড়ি ও দুটি তালা কাটার রেত (হেক্স ব্লেড) উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের নামে কুমিল্লার বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা আছে।