কুমিল্লার কোতোয়ালি থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির সদস্যরা ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে কোতোয়ালি থানাধীন আমড়াতলী ইউনিয়নের পালপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মুছা আহম্মেদ মুন্নার (৪২) বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানাধীন ভুবননগরে।
ছত্রখিল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রাহিম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।