কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে ৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গত শুক্রবার (২২ মার্চ) কোতোয়ালি থানাধীন আমড়াতলী ইউনিয়নের জামবাড়ী উত্তরপাড়া থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।