কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) কোতোয়ালি থানাধীন আমড়াতলী ইউনিয়নের বানাসুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. তৌহিদুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে মনার (৩০) বাড়ি কোতোয়ালি থানা এলাকায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।