কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) কোতোয়ালি থানাধীন পালপাড়া এলাকা থেকে আসামি মো. সোহেল (৩০) ও মো. আকরাম হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নয়ন মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।