কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে কোতোয়ালি থানাধীন রেইসকোর্স এলাকার হোটেল ময়নামতির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মফিজুল ইসলামের (৩৯) বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আশিকুর রহমান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।