কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানাধীন রাজমঙ্গলপুর পশ্চিম মধ্যপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. সোহেল মিয়ার (২৩) বাড়ি জেলার কোতোয়ালি থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।
অভিযানে নেতৃত্ব দেওয়া কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম খান জানান, আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।